ফোর্ট উইলিয়ামে কম্বাইন্ড কমান্ডার্স সম্মেলনের উদ্বোধন প্রধানমন্ত্রীর
কলকাতা, ১৫ সেপ্টেম্বর (হি.স.): কলকাতার ফোর্ট উইলিয়ামে ১৬-তম কম্বাইন্ড কমান্ডার্স সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপ
প্রধানমন্ত্রী


কলকাতা, ১৫ সেপ্টেম্বর (হি.স.): কলকাতার ফোর্ট উইলিয়ামে ১৬-তম কম্বাইন্ড কমান্ডার্স সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং তিন বাহিনীর সর্বাধিনায়ক (সিডিএস) অনিল চৌহান।

এই বছরের সম্মেলনের মূল বিষয় সংস্কার, রূপান্তর, পরিবর্তন। অত্যাধুনিক প্রযুক্তিকে আরও বেশি করে কাজে লাগিয়ে ভারতীয় বাহিনীর সক্ষমতাকে উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়া, তিন বাহিনীর মধ্যে আরও গভীর সমন্বয় গড়ে তোলা, প্রয়োজনে বাহিনীগুলিতে কাঠামোগত সংস্কার করা— এ সব বিষয় নিয়েই এ বারের সম্মেলনের আয়োজন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande