মুম্বই, ১৫ সেপ্টেম্বর (হি.স.): ফের মাঝ পথে থমকে দাঁড়াল মনোরেল। সোমবার সকালে মুম্বইয়ের ওয়াদালার কাছে আচমকা থেমে যায় ট্রেনটি। খবর পেয়ে দ্রুত পৌঁছয় দমকল বাহিনী। সকল যাত্রীদের ওই ট্রেন থেকে বার করে চেম্বুরের দিক থেকে আসা একটি ট্রেনে তুলে দেওয়া হয়। বৈদ্যুতিক ও যান্ত্রিক ত্রুটির জেরেই এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে।
গত ১৯ অগস্ট একই ভাবে মাঝ পথে বিকল হয়ে পড়ে মনোরেল। ওই ট্রেনে প্রায় ৫৮২ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে অসুস্থ হয়ে পড়েন ২৩ জন যাত্রী। দু’জনকে হাসপাতালে পর্যন্ত পাঠাতে হয়। বার বার একই ঘটনার পুনরাবৃত্তিতে মনোরেল নিয়ে খানিকটা আতঙ্ক তৈরি হয়েছে যাত্রীদের মধ্যে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ