ইঞ্জিনিয়ার্স ডে-তে প্রকৌশলীদের শুভেচ্ছা অমিত শাহর
নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর, (হি.স.): “ইঞ্জিনিয়ার্স ডে-তে প্রকৌশলীদের শুভেচ্ছা”। সোমবার এক্সবার্তায় এ কথা লিখলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রকৌশলীদের উদ্দেশে তিনি লিখেছেন, “আপনাদের দৃষ্টিভঙ্গি, উদ্ভাবন এবং নিষ্ঠা ভারতকে দ্রুত প্রযু
ইঞ্জিনিয়ার্স ডে-তে প্রকৌশলীদের শুভেচ্ছা অমিত


নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর, (হি.স.): “ইঞ্জিনিয়ার্স ডে-তে প্রকৌশলীদের শুভেচ্ছা”। সোমবার এক্সবার্তায় এ কথা লিখলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

প্রকৌশলীদের উদ্দেশে তিনি লিখেছেন, “আপনাদের দৃষ্টিভঙ্গি, উদ্ভাবন এবং নিষ্ঠা ভারতকে দ্রুত প্রযুক্তিগত অগ্রগতির শিখরে নিয়ে যাচ্ছে। ভারতরত্ন এম. বিশ্বেশ্বরায়াজির জয়ন্তীতে, আমি সেই কিংবদন্তি প্রকৌশলীকে প্রণাম জানাই যিনি আমাদের এই রূপান্তরের পথে এগিয়ে নিয়ে গেছেন।”

প্রসঙ্গত, স্যার মোক্ষগুন্ডম বিশ্বেশ্বরায়া (১৫ সেপ্টেম্বর ১৮৬০ - ১৪ এপ্রিল ১৯৬২) ১৯১২ খ্রিস্টাব্দ থেকে ১৯১৯ খ্রিস্টাব্দ সময়ে মহীশূর প্রদেশের ১৯তম দেওয়ান ছিলেন। পুনের তৎকালীন সর্বোত্তম ও এশিয়ার তৃতীয় প্রাচীন ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে তিনি ডিগ্রি পান। জনসেবার স্বীকৃতি স্বরূপ ব্রিটিশ ভারত সরকারের পঞ্চম জর্জ ‘নাইট’ ও ১৯৫৫ ভারত সরকার তাঁকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘ভারতরত্ন’ দেয়। তাঁকে সম্মান জানাতে তাঁর জন্মদিন ১৫ ই সেপ্টেম্বর প্রতি বছর ভারত, শ্রীলঙ্কা ও তানজানিয়ায় 'ইঞ্জিনিয়ার্স ডে' হিসাবে পালিত হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande