নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (হি.স.): ইঞ্জিনিয়ার্স দিবসে দেশের সমস্ত ইঞ্জিনিয়ারদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আশাপ্রকাশ করে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, বিকশিত ভারত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবেন ইঞ্জিনিয়াররা। সোমবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, ইঞ্জিনিয়ার্স দিবসে আমি স্যার এম. বিশ্বেশ্বরায়ার প্রতি শ্রদ্ধা জানাই, যার প্রতিভা ভারতের ইঞ্জিনিয়ারিং ভূদৃশ্যে এক অমোচনীয় ছাপ রেখে গেছে।
প্রধানমন্ত্রী আরও জানান, আমি সকল ইঞ্জিনিয়ারদের আন্তরিক শুভেচ্ছা জানাই, যারা তাঁদের সৃজনশীলতা এবং দৃঢ়তার মাধ্যমে উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন ক্ষেত্রে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করছেন। আমাদের ইঞ্জিনিয়াররা বিকশিত ভারত গড়ে তোলার সম্মিলিত প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা