বিহারে সম্পূর্ণ অরাজকতা চলছে, তোপ তেজস্বী যাদবের
পাটনা, ১৫ সেপ্টেম্বর (হি.স.): নীতীশ কুমার সরকারের আবারও সমালোচনা করলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। তাঁর অভিযোগ, বিহারে সম্পূর্ণ অরাজকতা চলছে। সোমবার সকালে পাটনায় এক সাংবাদিক সম্মেলনে আরজেডি নেতা তেজস্বী যাদব একটি ভিডিও দেখান, যেখানে দেখা যায় বিহারের মন
তেজস্বী যাদব


পাটনা, ১৫ সেপ্টেম্বর (হি.স.): নীতীশ কুমার সরকারের আবারও সমালোচনা করলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। তাঁর অভিযোগ, বিহারে সম্পূর্ণ অরাজকতা চলছে। সোমবার সকালে পাটনায় এক সাংবাদিক সম্মেলনে আরজেডি নেতা তেজস্বী যাদব একটি ভিডিও দেখান, যেখানে দেখা যায় বিহারের মন্ত্রী জীবেশ মিশ্র একজন সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করছেন। এ প্রসঙ্গে তেজস্বী বলছেন, বিহারে সম্পূর্ণ অরাজকতা চলছে। এই মুখ্যমন্ত্রী কি জানেন, মন্ত্রীকে একটি ভুয়ো মাদক মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে? প্রধানমন্ত্রী আজ এখানে আসছেন। এই সাংবাদিকের কি মা নেই? তিনি কি ন্যায়বিচার পাবেন? মন্ত্রীকে কি বরখাস্ত করা হবে? মন্ত্রীর বিরুদ্ধে কি এফআইআর হবে? তার কি শাস্তি হবে?

আরজেডি নেতা তেজস্বী যাদব বলেন, এই সংবাদ সম্মেলন শুরু করার আগে, আমি আপনাদের সামনে বিহারের মন্ত্রী জীবেশ মিশ্রের কর্মকাণ্ড তুলে ধরতে চাই। তিনিও একটি ভুয়ো মাদক মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। মন্ত্রী থাকাকালীন তিনি একটি গুরুতর অপরাধ করেছেন এবং আমি আপনাদের সামনে ভিডিওটি উপস্থাপন করছি। মন্ত্রী যখন তার নির্বাচনী এলাকা পরিদর্শন করছিলেন, তখন একটি পিছিয়ে পড়া সম্প্রদায়ের একজন সাংবাদিক তাঁকে রাস্তাঘাট সম্পর্কে একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। মন্ত্রী তাঁকে মারধর করেন এবং গালিগালাজ করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande