লরেটো কলেজে শুরু হল ফ্যাকাল্টি ডেভলপমেন্ট প্রোগ্রাম
কলকাতা, ১৬ সেপ্টেম্বর (হি.স.): লরেটো কলেজ, কলকাতার ইন্টারনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়–এর মালব্য মিশন টিচার ট্রেনিং সেন্টার, ইউনাইটেড বোর্ড ফর ক্রিশ্চিয়ান হায়ার এডুকেশন ইন এশিয়ার সহযোগিতায় শুরু করল ছয় দিনের ফ্যাকাল্টি
শুরু হল ৬ দিনের ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম


শুরু হল ৬ দিনের ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম


কলকাতা, ১৬ সেপ্টেম্বর (হি.স.): লরেটো কলেজ, কলকাতার ইন্টারনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়–এর মালব্য মিশন টিচার ট্রেনিং সেন্টার, ইউনাইটেড বোর্ড ফর ক্রিশ্চিয়ান হায়ার এডুকেশন ইন এশিয়ার সহযোগিতায় শুরু করল ছয় দিনের ফ্যাকাল্টি ডেভলপমেন্ট প্রোগ্রাম। ১৫ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলা এই কর্মসূচির মূল বিষয় হল উচ্চশিক্ষায় উৎকর্ষ বৃদ্ধি করার জন্য সক্ষমতা নির্মাণ। শিক্ষাদান পদ্ধতিকে নতুন জাতীয় শিক্ষানীতি (এন ই পি ) ও ন্যাক (এন এ এ সি ) নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলা।

সোমবার প্রদীপ প্রজ্জ্বলন ও প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় ৬দিন ব্যাপী এই অনুষ্ঠানের। বক্তব্য রাখেন লরেটো কলেজের টিচার ইন চার্জ সিস্টার ড. এ. নির্মলা, প্রফেসর ড. লক্ষ্মীনারায়ণ সৎপতি, ড. মাহের স্পার্জন (ডিরেক্টর, সাউথ এশিয়া প্রোগ্রামস, ইউনাইটেড বোর্ড), এবং ড. অমৃতা দাশগুপ্ত (কোঅর্ডিনেটর, আই কিউ এসি , লোরেটো কলেজ)। এছাড়াও কর্মসূচির থিম উপস্থাপন করেন ড. কৌস্তুভা ব্যানার্জি।

অতিথিদের বক্তব্যে বিশেষভাবে উল্লেখ করা হয় যে, লরেটো কলেজ শহরের শিক্ষা ব্যবস্থার পটভূমিতে সবসময়ই পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছে। লরেটো কলেজের এই ফ্যাকাল্টি ডেভলপমেন্ট প্রোগ্রাম এর বিষয় নির্বাচনেও উঠে আসছে শতাব্দীপ্রাচীন এই প্রতিষ্ঠানের অভিনব ভাবনা ও উদ্ভাবনী প্রয়াস।

প্রথমার্ধের একাডেমিক সেশনে ড. মাহের স্পার্জন “শিক্ষণ মনোবিজ্ঞান ও দক্ষতাভিত্তিক শিক্ষা” বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন। দ্বিতীয়ার্ধে ড. বিজয় সলোমন (অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মাদ্রাজ ক্রিশ্চিয়ান কলেজ) “একবিংশ শতাব্দীর দক্ষতা সংযোজন: আউটকাম বেসড এডুকেশন”-এর উপর বক্তৃতা দেন। আলোচনার পাশাপাশি বিভিন্ন হাতেকলমের কার্যক্রমও পরিচালিত হয়, যা শিক্ষক-শিক্ষিকাদের অনুপ্রাণিত করে এবং তাঁদের একবিংশ শতাব্দীর উপযোগী শিক্ষক পরিণত হওয়ার জন্য উৎসাহিত করে। উল্লেখ্য, এই ফ্যাকাল্টি ডেভলপমেন্ট প্রোগ্রামে লরেটো কলেজ ছাড়াও বাংলার অন্যান্য বহু কলেজের শিক্ষকরা অংশগ্রহণ করছেন। যা গোটা বাংলার শিক্ষার পরিবেশকে সমৃদ্ধ করতে সহায়ক হবে বলে মত বহু অধ্যাপকের।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande