রায়গঞ্জ, ১৬ সেপ্টেম্বর (হি.স.): দুর্গাপুজোর আর দু'সপ্তাহ বাকি নেই। কিন্তু, এখনও পর্যন্ত রায়গঞ্জ মেডিক্যালে এজেন্সি নিযুক্ত নিরাপত্তারক্ষী, সাফাইকর্মী, ওয়ার্ডবয় ও ওয়ার্ডগার্ল মিলিয়ে প্রায় ৪০০ জন আগস্ট মাসের বেতন পাননি বলে অভিযোগ। অভিযোগ, এখনও মেলেনি পুজোর বোনাসও। এই অভিযোগ তুলে দ্রুত বেতন ও বোনাসের দাবিতে মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন তাঁরা।
এদিন দুপুরে তাঁরা মেডিক্যালের জরুরি বিভাগের সামনে সুপারকে ঘেরাও করে বিক্ষোভেও সামিল হন। এর আগে সোমবার রাতে তাঁদের একাংশ কাজ বন্ধ করে সরব হন।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ