উত্তর প্রদেশে পুলিশের গুলিতে আহত অভিযুক্ত
বাগপত, ১৬ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের বাগপত জেলার সোনু হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত মোহনকে গ্রেফতার করা হয়েছে।তার আগে পুলিশের সঙ্গে তার গুলির লড়াই হয়। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সোনু ছিলেন মোহনের শ্যালক। বিগত কয়েক মাস আগে পারিবারিক কল
উত্তর প্রদেশের পলাতক আসামি গুলিরলড়াইতে গ্রেপ্তার


বাগপত, ১৬ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের বাগপত জেলার সোনু হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত মোহনকে গ্রেফতার করা হয়েছে।তার আগে পুলিশের সঙ্গে তার গুলির লড়াই হয়। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সোনু ছিলেন মোহনের শ্যালক। বিগত কয়েক মাস আগে পারিবারিক কলহের জেরে অভিযুক্ত মোহন তার দুই সহযোগীর সঙ্গে মিলে সোনুকে গুলি করে খুন করে বলে অভিযোগ। এও অভিযোগ, সোনু নেশাগ্রস্ত অবস্থায় প্রায়ই স্ত্রী জ্যোতিকে মারধর করতেন। সেই অপমানের প্রতিশোধ নিতেই মোহন খুনের পরিকল্পনা করে।

এর আগে পুলিশ মোহনের দুই সহযোগী — কালি এবং রোহিতকে পাকড়াও করেছিল। তাদের জিজ্ঞাসাবাদ করে উঠে আসে মোহনের নাম। ঘটনার পর থেকে সে পলাতক ছিল। সোমবার রাতে পুলিশি অভিযানে মোহনকে গ্রেফতার করা হয়। গুলির লড়াইয়ে তার পায়ে আঘাত লাগে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার কাছ থেকে একটি পিস্তল, কার্তুজ উদ্ধার হয়েছে।

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande