কোচবিহারের পথ দুর্ঘটনায় একইপরিবারের তিনজনের মৃত্যু
কলকাতা, ১৬ সেপ্টেম্বর (হি. স.): কোচবিহারের চিলকির হাট এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় গাড়ি চালকসহ একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। একজনের অবস্থা গুরুতর। সোমবার গভীর রাতের ঘটনাটি ঘটে । পুলিশ সূত্রেই জানা গেছে, মৃতেরা - ধনঞ্জয় বর্মন (২৮), অমিত দাস (২৫
কোচবিহারের পথ দুর্ঘটনায় একইপরিবারের তিনজনের মৃত্যু


কলকাতা, ১৬ সেপ্টেম্বর (হি. স.): কোচবিহারের চিলকির হাট এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় গাড়ি চালকসহ একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। একজনের অবস্থা গুরুতর। সোমবার গভীর রাতের ঘটনাটি ঘটে । পুলিশ সূত্রেই জানা গেছে, মৃতেরা - ধনঞ্জয় বর্মন (২৮), অমিত দাস (২৫), সঞ্জয় দাস (২৫) ও মারাত্মকভাবেই জখম হয়েছেন পার্থ দাস (২৪)। এদের সকলেই কোচবিহারের দেওয়ানহাটের মোয়ামারি এলাকার বাসিন্দা। মঙ্গলবার সকালে তদন্তের সময় জানা গেছে, সোমবার রাতে এক অনুষ্ঠানে দেওয়ানহাট থেকে গিয়েছিল তারা। সেই অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার সময়ে ওই দুর্ঘটনা ঘটেছে। গাড়িতে মোট পাঁচজন যাত্রী ছিল। তাদের মধ্যে মৌমিতা দাস নামের একজন গাড়ি থেকে লাফ দিয়ে এ যাত্রায় প্রাণে বেঁচে গেলেও গাড়িতে থাকা চালকসহ তিনজন গাড়ি থেকে বের হতেই পারে নি । ওই খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পরবর্তীতে একটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলেই পৌঁছে যায় । স্থানীয় বাসিন্দা ও দমকল এবং পুলিশের চেষ্টায় গাড়িটি উদ্ধার হয়। এদিকে, গাড়িতে থাকা চালকসহ তিনজনকে গাড়ির মধ্যে থেকে টেনে বের করা হয়েছে। এবং অল্প সময়ের ব্যবধানেই তাদের কোচবিহার এমজেএম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাদের পরীক্ষার পর মৃত বলে ঘোষণা করেন। ওই খবরে শোকের ছায়া নামে দেওয়ানহাট মোয়ামরি এলাকায়। এই মুহূর্তে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande