সরকারি হাসপাতালের মধ্যে ধর্ষণে অভিযুক্তর শাস্তির দাবিতে বিক্ষোভ
পূর্ব মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর (হি.স.) : সরকারি হাসপাতালের মধ্যে ফের ধর্ষণের অভিযোগ৷ বিস্ফোরক এই অভিযোগ উঠেছে ঠিকাদার সংস্থার ফেসিলিটি ম্যানেজারের বিরুদ্ধে। মঙ্গলবার অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে পাঁশকুড়া থানা ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দাদের
সরকারি হাসপাতালের মধ্যে ধর্ষণে অভিযুক্তর শাস্তির দাবিতে বিক্ষোভ


পূর্ব মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর (হি.স.) : সরকারি হাসপাতালের মধ্যে ফের ধর্ষণের অভিযোগ৷ বিস্ফোরক এই অভিযোগ উঠেছে ঠিকাদার সংস্থার ফেসিলিটি ম্যানেজারের বিরুদ্ধে। মঙ্গলবার অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে পাঁশকুড়া থানা ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দাদেরা একাংশ। ঘটনাটি ঘটে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে৷ পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷ ইতিমধ্যেই কোলাঘাট থেকে অভিযুক্ত জাহির আব্বাস খানকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তকে মঙ্গলবার তমলুক আদালতে তুলে আদালতে তার ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়৷

অভিযুক্ত ফেসিলিটি ম্যানেজারের বিরুদ্ধে সোমবার পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এক নির্যাতিতা৷ সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। অভিযোগ, সংস্থার ফেসিলিটি ম্যানেজার হাসপাতালের ভিতরে ডেকে একাধিক অস্থায়ী 'ওয়ার্ড গার্ল'-কে দিনের পর দিন ধর্ষণ করতেন৷ বাইরে কাউকে জানালে চাকরি হারানোর ভয় দেওয়া হত তাঁদের৷ এমনকী মুখ বন্ধ রাখার জন্য তাঁদের প্রাণনাশেরও হুমকি দেওয়া হত বলেও অভিযোগ নির্যাতিতাদের।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande