কলকাতা, ১৬ সেপ্টেম্বর, (হি.স.): আরও একটি মামলায় জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অশিক্ষক কর্মী নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের দায়ের করা মামলায় তাঁকে জামিন মিলেছে। তাঁর আইনজীবী জানান, সোমবার রাতে আলিপুর আদালতের বিচারক ৯০ হাজার ব্যক্তিগত মুচলেকায় তাঁর মক্কেলের জামিন মঞ্জুর করেছেন।
তবে এখনই তাঁর জেলমুক্তি হচ্ছে না। সূত্রের খবর, মঙ্গলবারও তাঁর কৌঁসুলিরা বিষয়টি নিয়ে আলোচনা করেন। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার খাঁড়া ঝুলছে মাথার উপর। কলকাতা হাই কোর্টে তার শুনানি শেষ হয়েছে। তবে রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি শুভ্রা ঘোষ।
শারীরিক অসুস্থতার কারণে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন পার্থবাবু। একাধিকবার জামিনের আবেদন করলেও প্রত্যেকবারেই নাকচ হয়। কিছুদিন আগে ইডি-র করা মামলায় জামিন পান তিনি। কিন্তু সিবিআইয়ের দুই মামলার জেরে জেল থেকে বেরোতে পারেননি তিনি। সিবিআই-এর গ্রুপ সি মামলায় জামিন পেলেও প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলে তবেই মুক্তি পাবেন তিনি। এবারের দুর্গাপুজোর আগে তা হয় কি না সেটাই দেখার।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত