স্বরূপনগর , ১৬ সেপ্টেম্বর (হি. স.) : বিষধর সাপের ছোবলে মৃত এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে , বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার কৈজুরী গ্রাম পঞ্চায়েতের মাঝের পাড়ার ঘটনা। ঘটনায় প্রকাশ, সোমবার রাতে শর্মা দফাদার গাইন (৪৪), সাপের কামড়ে জখম হয়। কৈজুরি'তে সোমবার রাত ৯ টা নাগাদ বাড়ির মধ্যেই ওই ঘটনা ঘটে। রাতের অন্ধকারে মশারি টাঙানোর সময় ওই ঘটনা। নিজের ঘরে সেই সময় বিষধর সাপ ছিল। ঘরের মধ্যেই সে ছোবল মারে ও লুটিয়ে পড়ে সেখানেই। সোমবার রাতেই স্থানীয় এক ওঝার কাছে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় । যদিও সেখানেই অনেকটা সময় নষ্ট হয়েছে। তারপর অবস্থার অবনতি হলে সাঁড়াপুল গ্রামীণ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটি ময়না তদন্তের জন্যেই বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত