‘বৃষভ’ এ মোহনলালের প্রথম ঝলক প্রকাশ
মুম্বই ,১৬ সেপ্টেম্বর (হি.স.): দক্ষিণী সিনেমার মহাতারকা মোহনলাল আবারও আসছেন বড়পর্দায়। মঙ্গলবার তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘বৃষভ’ এ প্রকাশিত হয়েছে প্রথম লুক। ছবির টিজার মুক্তি পাবে চলতি মাসের ১৮ তারিখ। নন্দ কিশোর পরিচালিত এই ছবির প্রযোজনা করছে একতা ক
'বৃষভ'-এর নতুন ঝলক, মোহনলালের শক্তিশালী প্রথম লুক প্রকাশিত


মুম্বই ,১৬ সেপ্টেম্বর (হি.স.): দক্ষিণী সিনেমার মহাতারকা মোহনলাল আবারও আসছেন বড়পর্দায়। মঙ্গলবার তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘বৃষভ’ এ প্রকাশিত হয়েছে প্রথম লুক। ছবির টিজার মুক্তি পাবে চলতি মাসের ১৮ তারিখ।

নন্দ কিশোর পরিচালিত এই ছবির প্রযোজনা করছে একতা কাপুরের বালাজি টেলিফিল্মস। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম পাঁচ ভাষায় মুক্তি পাবে ‘বৃষভ’। এই ছবির মাধ্যমেই বলিউড অভিনেতা সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুর এই দক্ষিণী ছবিতে আত্মপ্রকাশ করছেন। পাশাপাশি থাকছেন রোশন মেকা, জাহরা এস খান, রাগিনী দ্বিবেদী ও শ্রীকান্ত মেকা-সহ একাধিক শিল্পী। অ্যাকশন, আবেগ ও নাটকীয়তার মেলবন্ধন ঘটতে চলেছে এই ছবিতে। এখন দর্শকদের অপেক্ষা ১৮ সেপ্টেম্বরের, যখন মুক্তি পাবে টিজার।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande