মুম্বই, ১৬ সেপ্টেম্বর (হি.স.) : বলিউডের অভিনেতা বিজয় বর্মার নতুন ছবি গুস্তাখ ইশ্ক নিয়ে দর্শকদের উচ্ছাসের মধ্যেই মঙ্গলবার মুক্তি পেল প্রথম গান উল জলূল ইশ্ক। ফাতিমা সানা শেখের সঙ্গে তার জুটি ইতিমধ্যেই আলোচনায়, আর এই গানে তাঁদের জুটি নজর কেড়েছে। শিল্পা রাও ও পাপনের কণ্ঠে গাওয়া গানটির কথা লিখেছেন গুলজার। সামাজিক মাধ্যমে গানটি দর্শকদের মন জয় করেছে । নাসিরুদ্দিন শাহ ও শারিব হাশমির মতো শিল্পীরাও থাকছেন ছবিতে। গুস্তাখ ইশ্ক মুক্তি পাচ্ছে চলতি বছরের ২১ নভেম্বর। ছবির পরিচালক বিভু পুরী।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন