জিএসটি হটানোর কথা যারা বলতো, তাঁরাই এখন কৃতিত্ব নিচ্ছে : গজেন্দ্র সিং শেখাওয়াত
যোধপুর, ১৬ সেপ্টেম্বর (হি.স.): কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, বিরোধীদের কিছু মানুষ জিএসটিকে গব্বর সিং ট্যাক্স বলেছিল। তারা ঘোষণা করত, যখনই তাদের সরকার আসব, তখনই তারা এই কর বাতিল করবে। এখন যখন জিএসটি-তে সংস্কার করা
গজেন্দ্র সিং শেখাওয়াত


যোধপুর, ১৬ সেপ্টেম্বর (হি.স.): কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, বিরোধীদের কিছু মানুষ জিএসটিকে গব্বর সিং ট্যাক্স বলেছিল। তারা ঘোষণা করত, যখনই তাদের সরকার আসব, তখনই তারা এই কর বাতিল করবে। এখন যখন জিএসটি-তে সংস্কার করা হয়েছে, তখন এই সংস্কারের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতায় বিরোধীদের একই লোকজনকে দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শেখাওয়াত বলেন, জিএসটি সংস্কারের ফলে, অত্যাবশ্যকীয় এবং সাধারণ মানুষের ব্যবহারের জিনিসগুলি সস্তা হয়ে যাবে।

মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী শেখাওয়াত যোধপুরের সার্কিট হাউসে সাংবাদিকদের জিএসটি সংস্কার সম্পর্কে বিস্তারিত তথ্য দেন। শেখাওয়াত বলেন, যখন ২০১৭ সালে জিএসটি আইন কার্যকর হয়েছিল, প্রথম তিন মাসে গড় কর সংগ্রহ প্রতি মাসে ৬০ থেকে ৭০ হাজার কোটি টাকার মধ্যে ছিল। এখন তা মাসে দুই লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। রাজ্যগুলির কর রাজস্ব হ্রাসের প্রশ্নে শেখাওয়াত বলেন, প্রধানমন্ত্রী সমস্ত রাজ্যকে বলেছেন, কোনও রাজ্যের কর রাজস্ব কম হলে ভারত সরকার তার ক্ষতিপূরণ দেবে। পেট্রোলিয়াম পণ্যগুলিতে জিএসটি প্রয়োগের প্রশ্নে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, সমস্ত রাজ্য যদি একমত হয় তবে অবশ্যই এই দিকে পদক্ষেপ নেওয়া হবে। রাজস্থানে উজ্জ্বলা গ্যাস সিলিন্ডারে অতিরিক্ত ছাড়ের জন্য তিনি মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার প্রশংসা করেছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande