নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (হি.স.): কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং মঙ্গলবার নতুন দিল্লিতে সরকারি অফিসে স্বচ্ছতা প্রাতিষ্ঠানিকীকরণ-সহ অন্যান্য সুবিধার জন্য বিশেষ ক্যাম্পেইন ৫.০-এর ওয়েব পোর্টাল চালু করেছেন।
সংবাদ সম্মেলনে জিতেন্দ্র সিং বলেন, এই প্রচারাভিযানগুলি শুধু সরকারি অফিসের ধারণাই বদলে দেয়নি বরং পরিচ্ছন্নতা ও প্রশাসনিক দক্ষতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। তিনি বলেন, বিশেষ অভিযানের আগের চারটি সংস্করণে এক কোটি সাঁইত্রিশ লক্ষেরও বেশি ফাইল নিষ্কাশন করা হয়েছে এবং স্ক্র্যাপ নিষ্পত্তির মাধ্যমে তিন হাজার ২৯৬ কোটি টাকার বেশি রাজস্ব আয় হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা