মান্ডি, ১৬ সেপ্টেম্বর (হি.স.): হিমাচল প্রদেশের মান্ডি জেলার নিহরি এলাকায় ভূমিধসে প্রাণ হারালেন তিনজন, এছাড়াও আরও দু'জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে মান্ডির পুলিশ সুপার সাক্ষী বর্মা বলেছেন, মান্ডি জেলার নিহরি এলাকায় ভূমিধসের ঘটনায় তিনজন মারা গিয়েছেন এবং আরও দু'জনকে উদ্ধার করা হয়েছে। পাশের পাহাড়ের ধ্বংসাবশেষ একটি বাড়ির উপর পড়ে, যার ফলে বাড়িটি ধসে পড়ে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং এখনও অভিযান চলছে।
শিমলার হিমল্যান্ডেও মঙ্গলবার বিশাল ভূমিধসের ঘটনা ঘটে, যার ফলে বেশ কয়েকটি যানবাহন আটকে পড়ে এবং রাস্তা বন্ধ হয়ে যায়, যান চলাচল ব্যাহত হয় এবং যাত্রীদের জন্য দুর্ভোগের সৃষ্টি হয়। সোমবার রাতে হিমাচল প্রদেশের বেশ কয়েকটি স্থানে ভারী বৃষ্টিপাত হয়। মান্ডির ধরমপুরে মেঘভাঙা বৃষ্টির ফলে বাস স্ট্যান্ডটি ডুবে গেছে। শিমলা এবং আশেপাশের অঞ্চলগুলিতে একাধিক ভূমিধস এবং ভারী বৃষ্টিপাতের কারণে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা