কলকাতা, ১৭ সেপ্টেম্বর (হি. স.) : শিল্পের দেবতা বিশ্বকর্মা। ভাদ্র মাসের শেষ দিনে পূণ্য তিথিতে বরাবরের মতো এই বছরও শিল্পী জগতের মানুষজন বরণ করে নিয়েছেন বিশ্বকর্মাকে। মুখ্যমন্ত্রীর তরফেও আন্তরিক শুভেচ্ছাবার্তা জানানো হয়েছে। বুধবার এই উপলক্ষে এক্স হ্যান্ডেলে এক বার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, সকলকে জানাই বিশ্বকর্মা পুজোর আন্তরিক শুভেচ্ছা। মুখ্যমন্ত্রী আরও জানান, এবার আমরা পরিযায়ী শ্রমিকদের সম্মান জানিয়ে বিশ্বকর্মা পুজোতে রাজ্য সরকারি ছুটি ঘোষণা করেছি।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত