বিশ্বকর্মার আরাধনায় মেতেছে আপামর বাঙালি
কলকাতা, ১৭ সেপ্টেম্বর (হি.স.): দেবশিল্পী বিশ্বকর্মা। দেব কারিগর বিশ্বকর্মার আরাধনায় মেতেছে আপামর বাঙালি। গণেশ পুজো শেষ হতে না হতেই, বুধবার বিশ্বকর্মা পুজোয় মেতেছে আপামর বাঙালি। সরস্বতী পুজোয় যেমন বই ছুঁতে নেই, পড়াশোনা বারণ, বিশ্বকর্মা পুজোয় আগুন জ্বল
বিশ্বকর্মার আরাধনায় মেতেছে আপামর বাঙালি


কলকাতা, ১৭ সেপ্টেম্বর (হি.স.): দেবশিল্পী বিশ্বকর্মা। দেব কারিগর বিশ্বকর্মার আরাধনায় মেতেছে আপামর বাঙালি। গণেশ পুজো শেষ হতে না হতেই, বুধবার বিশ্বকর্মা পুজোয় মেতেছে আপামর বাঙালি। সরস্বতী পুজোয় যেমন বই ছুঁতে নেই, পড়াশোনা বারণ, বিশ্বকর্মা পুজোয় আগুন জ্বলে না কামারশালায়। কাজ বন্ধ থাকে বিভিন্ন শিল্পীদের। বুধবার সকাল থেকেই বিশ্বকর্মা পুজোয় মেতেছেন বিভিন্ন শিল্প ও নির্মাণ পেশার সঙ্গে যুক্ত শিল্পী, কারিগর ও কর্মীরা।

বিশ্বকর্মা পুজো প্রতি বছরেই ১৭ সেপ্টেম্বরের জন্য নির্দিষ্ট। ধরে নেওয়া হয়, ১৭ সেপ্টেম্বরই হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন। এবারও অন্যথা হল না। বুধবার সমগ্র বাংলায় যথোচিত ধর্মীয় মর্যাদায় পূজিত হচ্ছেন শিল্পী ও নির্মাতাদের দেবতা বিশ্বকর্মা। বিশ্বকর্মা পুজো মনেই আকাশ রঙিন হয়ে ওঠে রকমারি ঘুড়ির সম্ভারে, সেটাই স্বাভাবিক। সেই মতো এদিন শহর থেকে শহরতলি ও জেলা সর্বত্রই আকাশে উড়তে দেখা গেল বিভিন্ন রকমের ঘুড়ি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande