ভারতের বরুণ চক্রবর্তী টি-২০ র‍্যাঙ্কিংয়ে এক নম্বর বোলার হলেন
দুবাই, ১৭ সেপ্টেম্বর (হি.স.) : ২০২৫ সালে তাঁর ধারাবাহিক ফর্মের জন্য ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তী সর্বশেষ আইসিসি পুরুষদের টি-২০ র‍্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান অধিকার করলেন। জসপ্রীত বুমরাহ এবং রবি বিষ্ণোইয়ের পর চক্রবর্তী হলেন তৃতীয় ভারতীয় বোলার যিন
ভারতের বরুণ চক্রবর্তী টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এক নম্বর বোলার হলেন


দুবাই, ১৭ সেপ্টেম্বর (হি.স.) : ২০২৫ সালে তাঁর ধারাবাহিক ফর্মের জন্য ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তী সর্বশেষ আইসিসি পুরুষদের টি-২০ র‍্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান অধিকার করলেন। জসপ্রীত বুমরাহ এবং রবি বিষ্ণোইয়ের পর চক্রবর্তী হলেন তৃতীয় ভারতীয় বোলার যিনি আইসিসি টি-২০ বোলিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন।

গত ১২ মাসের মধ্যে ভারতের টি-২০ লাইনআপে চক্রবর্তী কেবল একজন প্রধান খেলোয়াড় হয়ে উঠেছেন। তাঁর অসাধারণ পারফর্মেন্স যা তাঁকে বোলিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফিকে ছাড়িয়ে যেতে সাহায্য করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande