টোকিও, ১৭ সেপ্টেম্বর (হি.স.) : বুধবার টোকিওতে ২০২৫ সালের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে উঠেছেন ভারতের নীরজ
চোপড়া। বর্তমান চ্যাম্পিয়ন নীরজ, যোগ্যতা রাউন্ডে তাঁর প্রথম প্রচেষ্টায় ৮৪.৮৫ মিটার থ্রো করে ৮৪.৫০ মিটারের স্বয়ংক্রিয় কাট-অফ চিহ্ন অতিক্রম করেন।
জ্যাভলিন থ্রো কোয়ালিফিকেশন রাউন্ডে আরও তিনজন ভারতীয় খেলবেন।গ্রুপ এ-তে শচীন যাদব এবং গ্রুপ বি-তে রোহিত যাদব এবং যশ বীর সিং। প্যারিস অলিম্পিকে নীরজকে হারিয়ে সোনা জেতা পাকিস্তানের আরশাদ নাদিমও গ্রুপ বি তে খেলবেন। জ্যাভলিন থ্রো ফাইনাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে, খেলাটি ভারতীয় সময় বিকাল ৩:৫৩ মিনিটে শুরু হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি