দুষ্কৃতী দলের চাঁই–সহ গ্রেফতার আরও ২
হরিদ্বার, ১৭ সেপ্টেম্বর ( হি.স.): কঙ্খল থানার পুলিশের তৎপরতায় বুধবার গ্রেফতার এক দুষ্কৃতী দলের চাঁই–সহ আরও দুজন। সঙ্গে উদ্ধার হয় পিস্তল এবং একটি বাইক। এক পুলিশ আধিকারিক জানান , ধৃতের নাম ভানু ভরদ্বাজ। সে লাকসার থানার অন্তর্গত ভোগপুর গ্রামের বাসিন্দ
উত্তর প্রদেশে পুলিশের তৎপরতায় গ্রেফতার এক দুষ্কৃতী দলের প্রধান , আটক আরও ২


হরিদ্বার, ১৭ সেপ্টেম্বর ( হি.স.): কঙ্খল থানার পুলিশের তৎপরতায় বুধবার গ্রেফতার এক দুষ্কৃতী দলের চাঁই–সহ আরও দুজন। সঙ্গে উদ্ধার হয় পিস্তল এবং একটি বাইক। এক পুলিশ আধিকারিক জানান , ধৃতের নাম ভানু ভরদ্বাজ। সে লাকসার থানার অন্তর্গত ভোগপুর গ্রামের বাসিন্দা। পুলিশ গোপন সূত্র মারফত জানতে পারে এই দুষ্কৃতী দলটির ব্যাপারে। সেই তথ্যের উপর ভিত্তি করে বুধবার ভানু ভরদ্বাজকে গ্রেফতার করে পুলিশ । জিজ্ঞাসাবাদের পর জানা গেছে , বেশকিছুদিন আগে দেহরাদূনের সাহারানপুর চকে আসিফ নামের এক দুষ্কৃতীকে লক্ষ্য করে গুলি চালায় ভানু। এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande