কলকাতা, ১৭ সেপ্টেম্বর (হি.স.): হাই কোর্ট এবং বিভিন্ন নিম্ন আদালতের উন্নয়নমূলক কাজ আটকে রয়েছে। অর্থের অভাবে কোনও কাজ এগোনো যাচ্ছে না। রাজ্য সে বিষয়ে কী পদক্ষেপ করছে? বুধবার মুখ্যসচিব মনোজ পন্থের কাছে ফের জানতে চাইল হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ।
অভিযোগ, আদালতের অনেক প্রয়োজনীয়তার কথা জানানো হয়েছে সরকারকে। কিন্তু তার জন্য অর্থ বরাদ্দ করা হয়নি। বিচারপতিদের প্রশ্নের মুখে তড়িঘড়ি আদালত উন্নয়নের স্বার্থে ৫০ কোটি টাকা বরাদ্দের কথা জানান মুখ্যসচিব। অন্য বকেয়া প্রকল্পগুলি নিয়ে উত্তর দিতে আরও সাত দিন সময় চেয়ে নিয়েছেন তিনি। আগামী ২৪ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি।
বুধবার আবার সেই মামলার শুনানি ছিল। মুখ্যসচিব আদালতে ভার্চুয়াল মাধ্যমে হাজির হয়ে জানান, আদালত উন্নয়নের খাতে ৫০ কোটি টাকা বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। নিম্ন আদালত এবং হাই কোর্টের ১৪টি প্রকল্পের কাজে ওই অর্থ ব্যয় হবে। এই সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের জন্য অর্থ দফতরে পাঠিয়ে দেওয়া হয়েছে।
কিন্তু মুখ্যসচিবের এই উত্তরে বিচারপতিরা সন্তুষ্ট হননি। কারণ আরও ৫৩টি প্রকল্পের কথা রাজ্য সরকারকে জানানো হয়েছিল। আদালত জানতে চায়, তা নিয়ে রাজ্যের অবস্থান কী?
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত