রাজভবনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালনে রাজ্যপাল
কলকাতা, ১৭ সেপ্টেম্বর (হি. স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেই ভারতবর্ষ শুধু আর্থিক ক্ষেত্রে নয়, সার্বিক বিকাশের পথেই অগ্রসর হয়েছে। তাঁর নেতৃত্বেই বিকশিত ভারতের সঙ্কল্প আদতেই ভারতকে জগৎ সভায় সম্মানের আসনেই প্রতিষ্ঠিত করেছে। দেশের জন্যে শ
রাজভবনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালনে রাজ্যপাল


কলকাতা, ১৭ সেপ্টেম্বর (হি. স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেই ভারতবর্ষ শুধু আর্থিক ক্ষেত্রে নয়, সার্বিক বিকাশের পথেই অগ্রসর হয়েছে। তাঁর নেতৃত্বেই বিকশিত ভারতের সঙ্কল্প আদতেই ভারতকে জগৎ সভায় সম্মানের আসনেই প্রতিষ্ঠিত করেছে। দেশের জন্যে শক্তি, শান্তি ও সুস্থিতি আনতে সক্ষম হয়েছে মোদীজির নেতৃত্বাধীন ভারতবর্ষ।

বুধবার রাজভবনে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে এদিন রাজ্যপাল সি ভি আনন্দ বোস ওই মন্তব্য করেছেন। উল্লেখ্য, রাজভবনে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর ফলে,

সমাজের ১০ জন বিশিষ্ট ব্যাক্তিকে বিশেষ সম্মান জ্ঞাপন করেন রাজ্যপাল শ্রী বোস। এদিন তিনি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কাছে আরো বলেন, প্রধানমন্ত্রী সমাজের সর্বস্তরের মানুষের উন্নতি ও বিকাশের লক্ষ্যেই এগিয়ে চলেছেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছে তাঁর জন্মদিনেই বিকশিত বাংলা'র জন্য আর্জি জানানো হয়েছে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। নৃত্য, আবৃত্তি তে আনন্দ ধারায় মুখরিত হয় রাজভবনের অভিজাত হল।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande