শিলিগুড়ি, ১৭ সেপ্টেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বুধবার বাগডোগরা বিমানবন্দরে যাত্রী সেবা দিবস পালিত হল। যাত্রীদের কপালে চন্দনের টিপ দিয়ে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে সাংস্কৃতিক ছোঁয়া যোগ করতে স্থানীয় শিল্পীরা লোকনৃত্য পরিবেশন করেছিলেন। রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির, পরিবেশ সুরক্ষার জন্য বৃক্ষরোপণ এবং শিশুদের জন্য দেশাত্মবোধক চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছিল। শিক্ষার্থীদের বেসামরিক বিমান পরিবহন খাতে কর্মসংস্থানের সুযোগের উপরও মনোনিবেশ করা হয়েছিল। বিভিন্ন রাজ্যের যাত্রীরা বিমানবন্দরের পরিষেবায় সন্তুষ্ট ছিলেন। যাত্রীরা জানিয়েছেন যে তারা উত্তরবঙ্গের প্রাচীন সংস্কৃতি এবং উপজাতি নৃত্যে মুগ্ধ। বাগডোগরা বিমানবন্দর পরিচালক মোহাম্মদ আরিফ বলেন, বিমান পরিবহন মন্ত্রকের নির্দেশ অনুসারে, বিমানবন্দর কর্তৃপক্ষ বেশ কয়েকটি অনুষ্ঠানের আয়োজন করেছে। লোকনৃত্যও পরিবেশিত হয়েছিল।
হিন্দুস্থান সমাচার / সোনালি