প্রতিমা নিরঞ্জনের জন্য ২৪ ঘন্টা গঙ্গার ঘাটে নজরদারি পুরসভার কর্মীদের
কলকাতা, ১৭ সেপ্টেম্বর (হি. স.) : দুর্গা প্রতিমা নিরঞ্জনের জন্য গঙ্গার ঘাটে ২ জন পুরকর্মীর হাজিরা চূড়ান্ত করেছে কলকাতা পুরসভা। এ নিয়ে বিঞ্জপ্তি জারি করা হয়েছে। ওই নির্দেশিকা অনুযায়ী, আগামী ২ থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলবে গঙ্গার ৪ টি ঘাটে কড়া নজরদারি
প্রতিমা নিরঞ্জনের জন্য ২৪ ঘন্টা গঙ্গার ঘাটে নজরদারি পুরসভার কর্মীদের


কলকাতা, ১৭ সেপ্টেম্বর (হি. স.) : দুর্গা প্রতিমা নিরঞ্জনের জন্য গঙ্গার ঘাটে ২ জন পুরকর্মীর হাজিরা চূড়ান্ত করেছে কলকাতা পুরসভা। এ নিয়ে বিঞ্জপ্তি জারি করা হয়েছে। ওই নির্দেশিকা অনুযায়ী, আগামী ২ থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলবে গঙ্গার ৪ টি ঘাটে কড়া নজরদারি। কলকাতা পুরসভার কমিশনার ধবল জৈন এদিন জানিয়েছেন যে, জাজেস ঘাট, দই ঘাট, নিমতলা ঘাট ও বাজেকদমতলা - সংশ্লিষ্ট গঙ্গার ঘাটগুলিতে ২৪ ঘন্টা নজরদারি থাকছে। প্রথমত, রাত ১০ টা থেকে সকাল ৬টা পর্যন্ত। দ্বিতীয়তঃ সকাল ৬ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত। তৃতীয়তঃ দুপুর ২ টো থেকে রাত ১০ টা পর্যন্ত - ৩ দফায় ঘাটৈ পাহারা ও নজরদারি একযোগে চলবে। এর ফলে সংশ্লিষ্ট দিনগুলিতে তিন শিফটেই বিসর্জনের কারণে পুরসভার তরফেও একজন আধিকারিক ও একজন পুর অফিসার - মোট ২ জনের উপস্থিতি চূড়ান্ত করা হয়েছে। প্রথম দিন, দশমীতে - ৪ ঘাটে ৮ জন পুরকর্মী মিলিয়ে ২ শিফটে ১৬ জন ডিউটিতে রয়েছেন। পরের তিন দিন অর্থাৎ একাদশী থেকে ত্রয়োদশী পর্যন্ত ৪ টি ঘাটে ৮ জন করে ৩ শিফটে ২৪ জনের ঘাড়ে রয়েছে ওই গুরুদায়িত্ব। এই উপলক্ষে প্রকাশিত তালিকায় নাম রয়েছে একাধিক অফিসারের। উল্লেখ্য - নাম, পরিচয়, মোবাইল নম্বর সহ ফলাও করে তা প্রচারিত। নির্বিঘ্নে নিরঞ্জন প্রক্রিয়া সম্পন্ন করতেই যে এমনতর উদ্যোগ মহানাগরিকের।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande