পশ্চিমবঙ্গে শিল্পের প্রতিকুল পরিবেশের জন্য রাজ্যের অনিচ্ছাকে দায়ী করলেন শমীক
কলকাতা, ১৭ সেপ্টেম্বর, (হি.স.): পশ্চিমবঙ্গে শিল্পের অনুকুল পরিবেশ গড়ে না ওঠার জন্য রাজ্য সরকারের সদিচ্ছাকে দায়ী করলেন বিজেপি-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বুধবার বিধাননগরে এক প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, অশোকনগর ও রানাঘাটে তেলের খনি
শমীক ভট্টাচার্য


কলকাতা, ১৭ সেপ্টেম্বর, (হি.স.): পশ্চিমবঙ্গে শিল্পের অনুকুল পরিবেশ গড়ে না ওঠার জন্য রাজ্য সরকারের সদিচ্ছাকে দায়ী করলেন বিজেপি-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

বুধবার বিধাননগরে এক প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, অশোকনগর ও রানাঘাটে তেলের খনি রয়েছে, পুরুলিয়ায় আছে প্রচুর প্রাকৃতিক সম্পদ, অথচ রাজ্য সরকার এসব নিয়ে কোনও আগ্রহ দেখাচ্ছে না। তাঁর কথায়, তেল-গ্যাসের উপর আমরা বসে আছি, কিন্তু রাজ্যের সরকার চুপ! এর পাশাপাশি তাঁর অভিযোগ, “রানাঘাটে তেলের খনি নিয়ে প্রধানমন্ত্রীর দফতর তিনবার চিঠি দিয়েছে রাজ্যকে, কিন্তু কোনও সহযোগিতা নেই।”

বিজেপির রাজ্য সভাপতি শিল্পবান্ধব পরিবেশ গড়ে তোলার পক্ষে জোরালো সওয়াল করেন। তাঁর স্পষ্ট কথা, “কৃষি-শিল্পের সহাবস্থান নয়, শিল্পে কৃষকেরও অংশীদারিত্ব চাই। জমি দিলে, সেই শিল্পে কৃষকের ভাগ চাই।”

তিনি দাবি করেন, আগামী এক বছরের মধ্যে “নতুন কলকাতাকে দেখতে চান মানুষ” — সেই লক্ষ্যেই এগোতে হবে। নতুন বিনিয়োগ আনতে হবে, কর্মসংস্থান তৈরি করতে হবে। আর সেজন্য বাংলায় শিল্পের অনুকুল পরিবেশ তৈরিও অত্যন্ত জরুরি।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande