কলকাতা, ১৭ সেপ্টেম্বর (হি.স.): দাঁড়িয়ে থাকা পণ্যবাহী গাড়ির পিছনে ধাক্কা মেরে মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। জানা গেছে, ঘটনাটি ঘটেছে বুধবার ভোররাতে, ঠাকুরপুকুর থানা এলাকার জেমস লং সরণির মাঝিপাড়ার কাছে।
জানা গেছে, মৃত মোটরবাইক আরোহীর বাড়ি বেহালার বীরেন রায় রোডে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ওই পণ্যবাহী গাড়িতে ধাক্কা মেরে ছিটকে পড়েন মোটরবাইক আরোহী। ঘটনার পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ