স্কুলে শিক্ষকের না আসায় ছাত্রীদের প্রতিবাদ, পুলিশি আচরণ নিয়ে তোপ শুভেন্দুর
কলকাতা, ১৭ সেপ্টেম্বর (হি.স.): বাংলার শিক্ষক দীর্ঘ আট মাস ধরে স্কুলে কেন আসেন না? এই প্রশ্ন তুলে হেনস্তা হলেন ছাত্রীরা। বুধবার সামাজিক মাধ্যমে কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুবাবু এক্সবার্তায় লিখেছেন, “রাজারহাট থা
স্কুলে শিক্ষকের না আসায় ছাত্রীদের প্রতিবাদ, পুলিশি আচরণ নিয়ে তোপ শুভেন্দুর


কলকাতা, ১৭ সেপ্টেম্বর (হি.স.): বাংলার শিক্ষক দীর্ঘ আট মাস ধরে স্কুলে কেন আসেন না? এই প্রশ্ন তুলে হেনস্তা হলেন ছাত্রীরা। বুধবার সামাজিক মাধ্যমে কটাক্ষ করলেন

পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দুবাবু এক্সবার্তায় লিখেছেন, “রাজারহাট থানার আই সি জোনাকি বাগচি শিক্ষাঙ্গনে প্রবেশ করে রাজারহাট আন্নাকালী গার্লস হাই স্কুলের ছাত্রীদের গায়ে হাত তুলছেন, রীতিমত ঘুষি মারছেন (ভিডিওতে দ্রষ্টব্য)।

মমতা বন্দ্যোপাধ্যায় এই চোদ্দ বছরে পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থাকে লাটে তুলে দিয়েছেন। রাজ্যে প্রায় সাড়ে আট হাজারের উপর সরকারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে, যে কয়টি চালু আছে তার অবস্থা এত খারাপ যে রাজ্যের মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীদের ও বাধ্য হয়েই পকেটের কড়ি খরচ করে প্রাইভেট স্কুলে পড়তে হচ্ছে।

তার পর এই অরাজকতা শুধুমাত্র স্কুলের বাংলার শিক্ষক দীর্ঘ আট মাস ধরে স্কুলে কেন আসেন না তার প্রতিবাদ জানানোর জন্য ! এই গুণ্ডা আই সি-র বিরুদ্ধে কি ব্যবস্থা হয় সেই ব্যাপারে নজর রাখছি..।”

এক্স হ্যান্ডলের সঙ্গে শুভেন্দুবাবু ফেসবুকেও এই বার্তা দিয়েছেন। তাতে ছাত্রীদের যৌথ স্বাক্ষরিত সংশ্লিষ্ট অভিযোগপত্রও যুক্ত করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande