নবম-দশম শ্রেনির নিয়োগের মডেল উত্তরপত্র প্রকাশ করল এসএসসি
কলকাতা, ১৭ সেপ্টেম্বর, (হি.স.): নবম-দশম শ্রেনির নিয়োগের মডেল উত্তরপত্র প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। মঙ্গলবার রাতে এই পরীক্ষার মডেল উত্তরপত্র ওয়েবসাইটে আপলোড প্রকাশ করে কমিশন। উত্তরপত্র নিয়ে কোনও সংশয় থাকলে ২০ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্য
নবম-দশম শ্রেনির নিয়োগের মডেল উত্তরপত্র প্রকাশ করল এসএসসি


কলকাতা, ১৭ সেপ্টেম্বর, (হি.স.): নবম-দশম শ্রেনির নিয়োগের মডেল উত্তরপত্র প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। মঙ্গলবার রাতে এই পরীক্ষার মডেল উত্তরপত্র ওয়েবসাইটে আপলোড প্রকাশ করে কমিশন। উত্তরপত্র নিয়ে কোনও সংশয় থাকলে ২০ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে তা চ্যালেঞ্জ করতে পারবেন পরীক্ষার্থীরা ৷

তবে চ্যালেঞ্জ করার ক্ষেত্রে প্রতি প্রশ্নের জন্য দিতে হবে ১০০ টাকা। চ্যালেঞ্জ করে সফলে হলে পরীক্ষার্থী ওই ১০০ টাকা ফেরত পাবেন। বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছে এসএসসি ৷ ১১টি বিষয়ে ৬০টি করে প্রশ্নের মডেল উত্তর রয়েছে। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আগেই জানিয়েছিলেন, পরীক্ষার্থীরা উত্তর যাচাই করে চ্যালেঞ্জ করার জন্য পাঁচ দিন সুযোগ পাবেন। কোনও পরীক্ষার্থী যদি মনে করে কোন প্রশ্নের উত্তরে চ্যালেঞ্জ করবে তবে, তিনি তা অনলাইনে করতে পারবেন৷

তারপর বিশেষজ্ঞদের মতামত নিয়ে উৎসব-পর্ব মিটলে অর্থাৎ অক্টোবরের শেষে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে। নভেম্বর থেকে শুরু হবে সাক্ষাৎকার৷ যাঁরা পাশ করবেন, তাঁদের নম্বর-সহ বিস্তারিত তথ্য দেওয়া থাকবে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে। ‌

যদিও চাকরিহারা যোগ্য শিক্ষকরা মনে করছেন, কমিশন এমনভাবে উত্তরপত্র নথিভূক্ত করেছে, তা উদ্ধার করা বেশ জটিল। সহজ পদ্ধতিতে উত্তর দেওয়া উচিত ছিল। শিক্ষকমহলের একাংশের মতে, মডেল উত্তরপত্র প্রকাশ করার ফলে অনেকটাই সুবিধা হবে পরীক্ষার্থীদের। তাঁরা আগে থেকেই নিজেদের ফলাফল আন্দাজ করতে পারবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande