গৌতম বুদ্ধ নগর, ১৭ সেপ্টেম্বর ( হি.স.): ঘুমন্ত অবস্থায় এক তরুণীকে শ্লীলতাহানির ঘটনা সামনে এলো উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগরে। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে। ঘটনার পর পুলিশের কাছে অভিযোগ দায়ের করে মেয়েটির পরিবারের এক সদস্য। সে নাগলা ছিত্তর গ্রামের বাসিন্দা। তাঁর অভিযোগ , মঙ্গলবার রাতে অভিযোগকারী ব্যক্তি বাড়ির সামনে ঘুমিয়েছিলেন। তাঁর স্ত্রী ও মেয়ে সহ আরও দুই সন্তান ঘুমিয়েছিল বাড়ির ভিতরে। হঠৎই দুই যুবক অতর্কিতে বাড়ির ভিতর প্রবেশ করে এবং তাঁর মেয়ের শ্লীলতাহানি শুরু করে। অভিযুক্তদের নাম জুনায়েদ এবং নাজিম। মেয়েটি বাধা দেওয়ার চেষ্টা করলে অভিযুক্তরা তাকে মেরে ফেলার হুমকি দেয় ও পালিয়ে যায় । মেয়েটি চিৎকার শুরু করলে পরিবারের সদস্যরা এবং স্থানীয়রা ঘটনাস্থলে আসে। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক