কলকাতা, ১৭ সেপ্টেম্বর, (হি.স.): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অনামিকা মণ্ডলের অস্বাভাবিক মৃত্যুর তদন্তে এবার ক্যাম্পাসের ঝিলে ডুবুরি নামাল পুলিশ। বুধবার পাঁচ জন ডুবুরি টানা দেড়-দু'ঘণ্টা ধরে তল্লাশি চালান। তাতে একজুড়ো জুতো উদ্ধার হয়। তবে, চশমার হদিশ মেলেনি। আবার হয়ত তল্লাশি চালানো হতে পারে ৪ নম্বর গেট সংলগ্ন এই ঝিলে।
এদিন বিকাল ৫টা থেকে সন্ধে পৌনে ৭টা নাগাদ তল্লাশি চালানো হয়। ঘটনার পর থেকেই অনামিকা মণ্ডলের চশমা এবং জুতো পাওয়া যাচ্ছিল না। সেই কারণে এদিন ঝিলে ডুবুরি নামানো হয়। তাতে একজোড়া জুতো পাওয়া যায়। তা অনামিকারই কি না তা অবশ্য পরবর্তী সময়ে স্পষ্ট হবে।
ওই রাতে যে তিন নিরাপত্তারক্ষী ডিউটিতে ছিলেন, তাঁদের আনা হয়েছে ঘটনাস্থলে। তাঁদের সঙ্গে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা কথা বলছেন। পুরো প্রক্রিয়াটা ভিডিওগ্রাফি করা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত