মহারাষ্ট্রের জেবিজি সাতারা হিল হাফ ম্যারাথনে পদক জিতলেন রাজস্থানের কোটা ডিভিশনের সত্য নারায়ণ মালভ
কোটা, ১৭ সেপ্টেম্বর ( হি.স.): মহারাষ্ট্রের সাতারায় অনুষ্ঠিত জেবিজি সাতারা হিল হাফ ম্যারাথনে পদক জিতলেন রাজস্থানের কোটা ডিভিশনের রেল কর্মচারী সত্য নারায়ণ মালভ । বুধবার রেলের এক আধিকারিক জানিয়েছেন , ৫৫-৬৫ বছর বয়সীদের হাফ ম্যারাথনে দীর্ঘ ২১.১ কিলোমি
মহারাষ্ট্রের জেবিজি সাতারা হিল হাফ ম্যারাথনে পদক জিতলেন রাজস্থানের কোটা ডিভিশনের সত্য নারায়ণ মালভ


কোটা, ১৭ সেপ্টেম্বর ( হি.স.): মহারাষ্ট্রের সাতারায় অনুষ্ঠিত জেবিজি সাতারা হিল হাফ ম্যারাথনে পদক জিতলেন রাজস্থানের কোটা ডিভিশনের রেল কর্মচারী সত্য নারায়ণ মালভ ।

বুধবার রেলের এক আধিকারিক জানিয়েছেন , ৫৫-৬৫ বছর বয়সীদের হাফ ম্যারাথনে দীর্ঘ ২১.১ কিলোমিটার পথ অতিক্রম করে তিনি রীতিমতো নজির গড়েছেন। কেবল একজন রেলের কর্মচারী নন , নিয়মিত শরীরচর্চার অভ্যাস রয়েছে তাঁর। করোনা অতিমারীর আগে শারীরিক অসুস্থতা জনিত কারণে তিনি হারিয়েছিলেন চলার শক্তি। সেই তিনিই পদক জিতলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande