কলকাতা, ১৭ সেপ্টেম্বর (হি.স.) : ভারত-বাংলাদেশ সীমান্তে ১৭৪ কেজি গাঁজা উদ্ধার করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার বিএসএফ কর্তৃক জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার রাতে মাদক পাচারের খবর পান দক্ষিণবঙ্গ সীমান্তের ৬৭তম ব্যাটালিয়নের আরসি পুর সীমান্ত ফাঁড়ির জওয়ানরা। এরপর, তারা টাংড়া কলোনির কাছে অভিযান চালান। সেই সময়, মাথায় বোঝা নিয়ে সাত থেকে দশজন সন্দেহভাজন ব্যক্তিকে সীমান্তের দিকে এগিয়ে যেতে দেখা যায়। কর্মীরা তাদের থামার ইঙ্গিত দিলেও চোরাকারবারীরা অন্ধকার এবং খারাপ আবহাওয়ার সুযোগ নিয়ে জিনিসপত্র ফেলে পালিয়ে যায়। তল্লাশির সময়, চারটি বস্তায় লুকানো ৬৯টি প্যাকেট গাঁজা উদ্ধার করে, যার ওজন মোট ১৪৪.৪৮০ কেজি।
আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর বাজেয়াপ্ত করা সমস্ত মাদক সংশ্লিষ্ট বিভাগের কাছে হস্তান্তর করা হবে।
হিন্দুস্থান সমাচার / সোনালি