পুলিশ কার্যালয়ে বিশ্বকর্মাপুজো, যোগ দিলেন মমতাও
কলকাতা, ১৭ সেপ্টেম্বর, (হি.স.): মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যে পুলিশ কার্যালয় রয়েছে, বুধবার বিশ্বকর্মা পুজো হল সেখানে। পুজোর সময়ে সেখানে হাজির ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রীও। ছিলেন মহিলা পুলিশকর্মীরা এবং মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূ তথা অভি
পুলিশ কার্যালয়ে বিশ্বকর্মাপুজো, যোগ দিলেন মমতাও


কলকাতা, ১৭ সেপ্টেম্বর, (হি.স.): মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যে পুলিশ কার্যালয় রয়েছে, বুধবার বিশ্বকর্মা পুজো হল সেখানে। পুজোর সময়ে সেখানে হাজির ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রীও। ছিলেন মহিলা পুলিশকর্মীরা এবং মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূ তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে, তৃণমূল ভবনেও বিশ্বকর্মা পুজো হয়েছে। সেখানে পুজো করেছেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এ বার বিশ্বকর্মা পুজো উপলক্ষে সমস্ত সরকারি দফতরে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার।

বাড়িতে প্রতি বার কালীপুজো করেন মুখ্যমন্ত্রী। সেই পুজোয় সারা দিন উপবাস রেখে সন্ধ্যায় নিজে হাতে ভোগও রাঁধেন মমতা। এ বার বাড়ির পাশের পুলিশ দফতরে বিশ্বকর্মা পুজোতেও অংশ নিলেন তিনি। মুখ্যমন্ত্রী এবং তাঁর বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা বসেন এই কার্যালয়ে।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande