মালদা, ১৭ সেপ্টেম্বর (হি.স.): স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল এক ষষ্ঠ শ্রেণির ছাত্রীর। বুধবার এ ঘটনা ভূতনির দক্ষিণ চণ্ডীপুরের পশ্চিম নারায়ণপুরে। জানা গিয়েছে, মৃতের নাম হেমাঙ্গিনী মণ্ডল। মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিক্যালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন আরও কয়েকজন শিশুর সঙ্গে বাড়ির কাছেই স্নান করতে নেমেছিল হেমাঙ্গিনী। কিন্তু আচমকা সে জলে তলিয়ে যায়। বিষয়টি জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে হাত লাগায়। দুপুরে তার দেহ উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। এরপর তাঁকে মানিকচক হাসপাতাল নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ