শ্রীনগর, ১৭ সেপ্টেম্বর ( হি.স.): জম্মু ও কাশ্মীরের আকাশ থেকে আপাতত সরছে দুর্যোগের ঘনঘটা। তবে কিছু কিছু স্থানে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। বুধবার সেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এদিন আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে , ১৮ ও ১৯ সেপ্টেম্বর বেশ কিছু স্থানে হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। তবে ২০ থেকে ২৩ তারিখ থাকবে দুর্যোগমুক্ত পরিষ্কার আকাশ। আবার ২৪ সেপ্টেম্বর বেশ কিছু স্থানে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। ২৫ ও ২৬ তারিখ স্বাভাবিক থাকবে আবহাওয়া। প্রশাসন থেকে ইতিমধ্যেই ভূমিধস নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি পর্যটকদের উদ্দেশ্যেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক