জলপাইগুড়ি, ১৭ সেপ্টেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন উপলক্ষে বুধবার জলপাইগুড়ি এবং শিলিগুড়িতে স্বচ্ছতা অভিযানের আয়োজন করা হয়েছিল। দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত শিলিগুড়ির বিধান মার্কেটে এই অভিযানের সূচনা করেন।
সাংসদ রাজু বিষ্ট এলাকা ঝাড়ু দেন, আবর্জনা সংগ্রহ করেন। স্থানীয় নেতা, কর্মী এবং ব্যবসায়ীরাও এই স্বচ্ছতা অভিযানে তাঁর সাথে যোগ দেন। যুবসমাজ এবং সাধারণ মানুষও উৎসাহের সাথে অংশগ্রহণ করেন।
সাংসদ বিস্ত বলেন , এটি কেবল একটি স্বচ্ছতা অভিযান নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিষ্কার, নিরাপদ এবং ন্যায়সঙ্গত সমাজ গড়ে তোলার অঙ্গীকার। তিনি ব্যাখ্যা করেন যে প্রধানমন্ত্রীর জন্মদিনকে জনসেবা হিসেবে উদযাপন করার জন্য ১৫ দিনের একটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে, যার আওতায় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হবে।
হিন্দুস্থান সমাচার / সোনালি