তিনটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচি সংশোধিত
কলকাতা, ১৭ সেপ্টেম্বর, (হি.স.): বৃহস্পতিবার (১৮/৯) থেকে পূর্ব রেলওয়ের বিভিন্ন স্টেশনে ১৩৪৩৫ মালদা টাউন - গোমতী নগর অমৃত ভারত সাপ্তাহিক এক্সপ্রেসের সময় পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেনটি মালদা টাউন থেকে ১৯:২৫ টার পরিবর্তে ২০:০৫ টায় ছাড
তিনটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচি সংশোধিত


কলকাতা, ১৭ সেপ্টেম্বর, (হি.স.): বৃহস্পতিবার (১৮/৯) থেকে পূর্ব রেলওয়ের বিভিন্ন স্টেশনে ১৩৪৩৫ মালদা টাউন - গোমতী নগর অমৃত ভারত সাপ্তাহিক এক্সপ্রেসের সময় পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্রেনটি মালদা টাউন থেকে ১৯:২৫ টার পরিবর্তে ২০:০৫ টায় ছাড়বে এবং নিউ ফারাক্কা (আগমন/প্রস্থান: ২০:২৮/২০:৩০ ঘন্টা), বারহাওড়া (আগমন/প্রস্থান: ২০:৫০/২০:৫২ ঘন্টা), সাহেবগঞ্জ (আগমন/প্রস্থান: ২১:৪০/২১:৪২ ঘন্টা), কাহালগাঁও (আগমন/প্রস্থান: ২২:১৩/২২:১৫ ঘন্টা), ভাগলপুর (আগমন/প্রস্থান: ২৩:২০/২৩:৩০ ঘন্টা), সুলতানগঞ্জ (আগমন/প্রস্থান: ২৩:৩৮/২৩:৪০ ঘন্টা), জামালপুর (আগমন/প্রস্থান: ০০:৫০/০০:৫৫ ঘন্টা) এবং অভয়পুর (আগমন/প্রস্থান: ০১:১২/০১:১৪ ঘন্টা) থামবে।

তাছাড়া, ১৫৭৩৩ বালুরঘাট – ভাতিন্ডা ফারাক্কা এক্সপ্রেস (সাপ্তাহিক তিনবার) এবং ১৫০৯৭ ভাগলপুর – জম্মু তাওয়াই অমরনাথ সাপ্তাহিক এক্সপ্রেসের সময়সূচী জামালপুর, ধরহারা এবং অভইপুর স্টেশনে নিম্নরূপে সংশোধিত হবে: ১৫৭৩৩ বালুরঘাট – ভাতিন্ডা ফারাক্কা এক্সপ্রেস (সপ্তাহে তিনবার) জামালপুর (আগমন/প্রস্থান: ০০:৫০/০১:০০ ঘন্টা) এবং অভয়পুর (আগমন/প্রস্থান: ০১:১৯/০১:২১ ঘন্টা) এবং ১৫০৯৭ ভাগলপুর – জম্মু তাওয়াই অমরনাথ সাপ্তাহিক এক্সপ্রেস জামালপুর (আগমন/প্রস্থান: ০১:০৫/০১:১০ ঘন্টা), ধরহারা (আগমন/প্রস্থান: ০১:২০/০১:২২ ঘন্টা) এবং অভয়পুর (আগমন/প্রস্থান: ০১:২৯/০১:৩১ ঘন্টা) থামবে।

পূর্ব রেলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande