বরপেটায় উদ্ধার বাল্যবিবাহের শিকার ১৪ বছরের কিশোরী, পলাতক মধ্যবয়স্ক বর
বরপেটা (অসম), ১৮ সেপ্টেম্বর (হি.স.) : বাল্যবিবাহের শিকার ১৪ বছর বয়সি এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এদিকে নাবালিকার মধ্যবয়স্ক বর পালিয়ে গা ঢাকা দিয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি সংগঠিত হয়েছে বারপেটা জেলার কলগাছিয়া থানার অন্তর্গত শরিয়তপুর গ্রামে। পুলিশ সূ
বাল্যবিবাহ_প্রতিনিধিত্বমূলক ছবি


বরপেটা (অসম), ১৮ সেপ্টেম্বর (হি.স.) : বাল্যবিবাহের শিকার ১৪ বছর বয়সি এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এদিকে নাবালিকার মধ্যবয়স্ক বর পালিয়ে গা ঢাকা দিয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি সংগঠিত হয়েছে বারপেটা জেলার কলগাছিয়া থানার অন্তর্গত শরিয়তপুর গ্রামে।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৪ বছর বয়সি মেয়েকে তার থেকে অনেক বেশি বয়স্ক ব্যক্তির সাথে জোরপূর্বক বিয়ে দেওয়া হয়েছিল। অবৈধ বাল্যবিবাহের আয়োজনে জড়িত পরিবারের সদস্যরা যথাক্রমে শরিয়তপুর গ্রামের সামসুল হকের ছেলে আরজ খান, চিরাং জেলার চাটিপুর গ্রামের ওসমান গণির ছেলে জামাল হোসেন এবং হযরত আলির ছেলে ইনসান আলি।

সূত্রটি জানিয়েছে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নাবালিকা মেয়েটিকে পরিস্থিতি থেকে উদ্ধার করা হলেও বর এবং মূল অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে এই মামলায় এখন পর্যন্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে, জানিয়েছে পুলিশের সূত্রটি।

এদিকে নাবালিকা নববধূকে উদ্ধার অভিযানের সময় অবৈধ বরের পরিবারের সদস্যরা পুলিশ আধিকারিকদের বাধা দিয়েছিল। বাধা দিতে গেলে গ্রামে বেশ উত্তেজনার সৃষ্টি হয়েছিল। পুলিশ কর্তৃপক্ষ আশ্বস্ত করেছেন, বাল্যবিবাহ নিষেধাজ্ঞা আইনের অধীনে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। পলাতকদের পাকড়াও করতে অভিযান চলছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande