বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত ৫
কলকাতা, ১৮ সেপ্টেম্বর (হি.স.): বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত হলেন পাঁচ জন। তাঁদের মধ্যে এক জনের অবস্থা গুরুতর। তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে নিমতলা ঘাটের কাছে। আহতরা সে সময় রাস্তার
বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত ৫


কলকাতা, ১৮ সেপ্টেম্বর (হি.স.): বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত হলেন পাঁচ জন। তাঁদের মধ্যে এক জনের অবস্থা গুরুতর। তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে নিমতলা ঘাটের কাছে। আহতরা সে সময় রাস্তার পাশে একটি দোকানের সামনে দাঁড়িয়েছিলেন। গাড়ির চালক জয় রাইডে বেরিয়েছিল বলে অভিযোগ। তাকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত চালক মত্ত অবস্থায় ছিলেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande