উত্তরাখণ্ডে উদ্ধার নিখোঁজ যুবকের ঝুলন্ত মৃতদেহ
হরিদ্বার, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : উত্তরাখণ্ডের হরিদ্বারে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। ম্যাঙ্গালোর থানার অন্তর্গত মান্নাখেড়ি গ্রামে বৃহস্পতিবার ওই যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রের খবর, বুধবার রাত থেকে নিখোঁজ ছিলেন ওই যুবক। মৃতের নাম আকাশ
উত্তর প্রদেশে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার এক বৃদ্ধের দেহ , তদন্তে পুলিশ


হরিদ্বার, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : উত্তরাখণ্ডের হরিদ্বারে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। ম্যাঙ্গালোর থানার অন্তর্গত মান্নাখেড়ি গ্রামে বৃহস্পতিবার ওই যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রের খবর, বুধবার রাত থেকে নিখোঁজ ছিলেন ওই যুবক। মৃতের নাম আকাশ । তিনি মান্নাখেড়ি গ্রামের বাসিন্দা । বুধবার রাতের খাওয়ার পর আকাশ বাড়ি থেকে বেরিয়েছিলেন।

তবে দীর্ঘক্ষণ কেটে যাওয়ার পরেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাঁর খোঁজ শুরু করে। বৃহস্পতিবার সকালে গ্রামবাসীরা ওই যুবকের ঝুলন্ত দেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande