(আপডেট) ধসে বিপর্যস্ত মুসৌরি, আটকে বহু পর্যটক
দেহরাদূন, ১৮ সেপ্টেম্বর (হি.স.): প্রবল বৃষ্টি, ধসে বিপর্যস্ত উত্তরাখণ্ডের মুসৌরি। বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সড়ক যোগাযোগ। দেহরাদূনে পৌঁছনোর কোনও পথ নেই। শয়ে শয়ে পর্যটক আটকে পড়েছেন মুসৌরিতে। স্থানীয় হোটেল ও হোমস্টেগুলি বিনামূল্যে থাকার ব্যবস্থা করে দিচ্ছে
(আপডেট) ধসে বিপর্যস্ত মুসৌরি, আটকে বহু পর্যটক


দেহরাদূন, ১৮ সেপ্টেম্বর (হি.স.): প্রবল বৃষ্টি, ধসে বিপর্যস্ত উত্তরাখণ্ডের মুসৌরি। বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সড়ক যোগাযোগ। দেহরাদূনে পৌঁছনোর কোনও পথ নেই। শয়ে শয়ে পর্যটক আটকে পড়েছেন মুসৌরিতে। স্থানীয় হোটেল ও হোমস্টেগুলি বিনামূল্যে থাকার ব্যবস্থা করে দিচ্ছে। কিন্তু তাতেও আতঙ্ক কাটছে না।

উল্লেখ্য, দু’দিন আগে ঘটে যাওয়া হড়পা বানে এখনও পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর মিলেছে। ১৯ জনের খোঁজ নেই। চিন্তায় স্থানীয়রাও। অন্তত ১২ জন রোগীর পরিবার সেনাবাহিনীর শরণাপন্ন হয়েছে। তাদের সাহায্য ছাড়া দেহরাদূন পৌঁছনোর উপায় নেই।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande