চ্যাম্পিয়নস লিগ : শেষ মুহূর্তের গোলে লিভারপুলের রোমাঞ্চকর জয় পেল পিএসজিও
লন্ডন, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : অ্যানফিল্ডে বুধবার রাতে ৩-২ গোলে জিতেছে লিভারপুল। অ্যান্ডি রবার্টসনের গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান মহম্মদ সালাহ। মার্কোস ইয়োরেন্তের জোড়া গোলে পয়েন্ট পাওয়ার আশা জাগায় আতলেতিকো। কিন্তু শেষ সময়ে তাদের আশা
চ্যাম্পিয়নস লিগ :  শেষ মুহূর্তের গোলে লিভারপুলের রোমাঞ্চকর জয়, জয় পেল পিএসজিও


লন্ডন, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : অ্যানফিল্ডে বুধবার রাতে ৩-২ গোলে জিতেছে লিভারপুল। অ্যান্ডি রবার্টসনের গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান মহম্মদ সালাহ। মার্কোস ইয়োরেন্তের জোড়া গোলে পয়েন্ট পাওয়ার আশা জাগায় আতলেতিকো। কিন্তু শেষ সময়ে তাদের আশা গুঁড়িয়ে দেন ভার্জিল ফন ডাইক। চলতি মরসুমে লিভারপুল টানা পাঁচ ম্যাচে শেষ ১০ মিনিট বা যোগ করা সময়ে জয়সূচক গোল করেছে। বুধবার অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষেও যোগ করা সময়ে গোল করেই জয় তুলে নিয়েছে স্লটের দল।

এদিকে নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে আতালান্তাকে ৪-০ গোলে হারিয়েছে পিএসজি। পিএসজির গোল চারটি করেছেন চারজন। ম্যাচের তৃতীয় মিনিটেই শুরুটা করেছিলেন অধিনায়ক মার্কিনিওস। ৩৯ মিনিটে খিচা কাভারাস্কেইয়া আতালান্তার জাল কাঁপালে দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি। দ্বিতীয়ার্ধে পিএসজি করে আরও দুই গোল। ৫১ মিনিটে নুনো মেন্দেস আর বদলি নেমে যোগ করা সময়ে গোল করেন গনসালো রামোস। এদিকে ডাচ ক্লাব আয়াক্সের মাঠে ২-০ গোলে জয় পেয়েছে গত আসরের রানার্স-আপ ইন্টার মিলান। ইন্টারের হয়ে জোড়া গোল করেছেন মার্কাস থুরাম।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande