সংযুক্ত আরব আমিরশাহীকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান
দুবাই, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : ম্যাচ রেফারির অপসারণের দাবিতে পাকিস্তানের সরে দাঁড়ানোর খবর আসছিল। শেষ পর্যন্ত অ্যান্ডি পাইক্রফট ক্ষমা চাওয়ায় সমস্যা মেটে l নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর খেলা শুরু হয় l সেখানে পাকিস্তান ব্যাটিংয়ে খুব একটা ভালো না করলেও,
আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান


দুবাই, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : ম্যাচ রেফারির অপসারণের দাবিতে পাকিস্তানের সরে দাঁড়ানোর খবর আসছিল। শেষ পর্যন্ত অ্যান্ডি পাইক্রফট ক্ষমা চাওয়ায় সমস্যা মেটে l নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর খেলা শুরু হয় l সেখানে পাকিস্তান ব্যাটিংয়ে খুব একটা ভালো না করলেও, বোলারদের নৈপুণ্যে ম্যাচ জিতল l এশিয়া কাপে বুধবার ‘এ’ গ্রুপের ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীকে ৪১ রানে হারিয়ে সুপার ফোরে জায়গা করে নিয়েছে পাকিস্তান। সেখানে তারা খেলবে টানা দুই জয় পাওয়া ভারতের সঙ্গেl

১৪৭ রানের লক্ষ্য দিয়ে প্রতিপক্ষকে ১০৫ রানে আটকে দেয় পাকিস্তান। পাকিস্তানি হয়ে সর্বোচ্চ রান করেন ফাখার ৫০ ও আফ্রিদি ২৯*l

আর সংযুক্ত আরব আমিরশাহীর হয়ে সর্বোচ্চ রান করেন রাহুল ৩৫। বোলিংয়ে সংযুক্ত আরব আমিরশাহীর হয়ে সাফল্য পান জুনায়েদ l তিনি পান ৪টি উইকেট। আর পাকিস্তানের হয়ে সর্বোচ্চ উইকেট পান আফ্রিদি ও আবরারl প্রত্যেকেই দুটি করে উইকেট পান l

ম‍্যান অব দা ম‍্যাচ হয়েছেন শাহিন শাহ আফ্রিদি l

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande