ইটানগর, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : অরুণাচল প্রদেশের তমো রিবা ইনস্টিটিউট অব অব হেল্থ অ্যান্ড মেডিক্যাল সায়েন্স (টিআরআইএইচএমএস)-এর ডিন পদে ডা. নবকুমার বেজবরুয়াকে নিযুক্ত করেছে রাজ্য সরকার। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের কমিশনার পবন কুমার সাইন (আইএএস)–এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করেছেন। তিনি ডা. মোজি জিনির স্থলাভিষিক্ত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সরকারি সূত্রে জানা গেছে, গতকাল ১৭ সেপ্টেম্বর (২০২৫) অনুষ্ঠিত বিভাগীয় প্রচার কমিটির (ডিপিসি) সভায় সিদ্ধান্ত এবং সুপারিশের ভিত্তিতে অরুণাচল প্রদেশের রাজ্যপাল অ্যানাটমির অধ্যাপক (ডা.) নবকুমার বেজবরুয়াকে লেভেল-ম্যাট্রিক্স ৪ (ফোর)-এর ডিরেক্টরেটের অধীন ডিন (টিআরআইএইচএমএস) পদে পদোন্নতির অনুমোদন দিয়েছেন৷ নতুন পদোন্নতি অনুযায়ী অধ্যাপক (ডা.) নবকুমার বেজবরুয়া পাবেন ১,৪৪,২০০ থেকে ২,১৮,২০০ প্লাস এবং প্রতি মাসে ৫,০০০ টাকা করে বিশেষ বেতন।
ডিন হিসেবে তাঁর নতুন ভূমিকার পাশাপাশি পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত টিআরআইএইচএমএস-এর ফাংকশনাল ডিরেক্টর হিসেবেও কাজ করবেন ডা. বেজবরুয়া। ইনস্টিটিউটের সার্বিক তত্ত্বাবধানের জন্য ডিরেক্টরের অফিসের প্রশাসনিক অনুমোদন এবং আর্থিক অনুমোদনের ক্ষমতা সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণের কাছে ন্যস্ত থাকবে।
সরকারি আদেশে আরও বলা হয়েছে, অন্যান্য সমস্ত পরিষেবার শর্ত অরুণাচল প্রদেশ সরকারের বিদ্যমান নিয়ম ও প্রবিধান অনুযায়ী পরিচালিত হবে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস