নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.): গত ২-৩ বছরে প্রতিটি বাজেটে জনশক্তিকে দক্ষ করার ব্যবস্থা করা হয়েছে। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বৃহস্পতিবার দিল্লিতে আয়োজিত আইএফকিউএম-এর বার্ষিক সিম্পোজিয়ামে বক্তৃতার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, প্রতি বাজেটে, গত ২-৩ বছরে, আমরা আমাদের জনশক্তিকে দক্ষ করার জন্য একটি ব্যবস্থা করেছি, শুধুমাত্র প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে নয় বরং বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে তাদের সম্পৃক্ত করে যারা দক্ষতার বিষয়ে একটি ভাল পরিকল্পনা আছে বলে মনে হচ্ছে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা আরও বলেছেন, বিকশিত ভারতে আমাদের চিন্তাধারা কেবলমাত্র কিছু পরিকাঠামোর উপর ভিত্তিশীল নয়, আমাদের মানবসম্পদ প্রশিক্ষণে নামমাত্র উন্নতি নয়, তবে গুণমানসম্পন্ন ব্যবস্থাপনা কী এবং কোন স্তরে এবং আমাদের উৎপাদন বা পরিষেবা সেক্টরের কোন শাখাগুলিতে হস্তক্ষেপ প্রয়োজন তা নিয়ে একটি পোক্ত নজর রয়েছে৷ ভারতে পরিষেবার মান উন্নত করা এবং আরও অনেক কিছু।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা