বেগুসরাই, ১৮ সেপ্টেম্বর (হি.স.): আরজেডি নেতা তেজস্বী যাদবের বিহার যাত্রাকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। একইসঙ্গে কংগ্রেসকেও কটাক্ষ করেছেন গিরিরাজ সিং। তাঁর কথায়, কংগ্রেসের কোনও অস্তিত্ব নেই, তাঁরা আরজেডি-র ওপর নির্ভরশীল।
আরজেডি নেতা তেজস্বী যাদবের বিহার যাত্রা প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বৃহস্পতিবার বলেছেন, তেজস্বী যাদব যা করছেন, তা কোনও যাত্রা নয়। তিনি অসহায়। কখন রাহুল গান্ধী তাঁকে লুট করেছেন, তা তিনি বুঝতে পারেননি। তিনি (রাহুল গান্ধী) আরজেডি-র সমস্ত রাজনৈতিক গ্ল্যামার লুট করেছেন এবং তেজস্বী তাঁকে অনুসরণ করতে থাকেন। তেজস্বী এখন চেষ্টা করছেন, রাহুল গান্ধীকে দেখাতে চাইছেন, তিনি ব্যক্তিগতভাবে শক্ত। কংগ্রেসের কোনও অস্তিত্ব নেই, তাঁরা আরজেডি-র উপর নির্ভরশীল।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা