নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর সঙ্গে বার্তালাপ প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বাৰ্তালাপের বিষয়ে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী নিজেই। সামাজিক মাধ্যম এক্স-এ প্রধানমন্ত্রী মোদী বৃহস্পতিবার জানিয়েছে
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর সঙ্গে বার্তালাপ প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বাৰ্তালাপের বিষয়ে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী নিজেই। সামাজিক মাধ্যম এক্স-এ প্রধানমন্ত্রী মোদী বৃহস্পতিবার জানিয়েছেন, নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সঙ্গে উষ্ণ আলাপ হয়েছে। সাম্প্রতিক মর্মান্তিক প্রাণহানির জন্য আন্তরিক সমবেদনা জানাই এবং শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে তাঁর প্রচেষ্টার প্রতি ভারতের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করি। এছাড়াও, আগামীকাল তাঁদের জাতীয় দিবসে তাঁকে এবং নেপালের জনগণকে উষ্ণ শুভেচ্ছা জানাই।

উল্লেখ্য, বেশ কয়েকদিন আগে কে পি শর্মা ওলি সরকারের বিরুদ্ধে যুবসমাজের বিক্ষোভের জেরে হিংসাত্মক হয়ে ওঠে কাঠমান্ডু-সহ নেপালের বিভিন্ন জেলা। পদত্যাগ করেন প্রধানমন্ত্রী ওলি ও তাঁর মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। নেপালে হিংসাত্মক ঘটনায় এখনও পর্যন্ত ৭৩ জনের মৃত্যু হয়েছে। ১২ জনকে শনাক্ত করা সম্ভব হয়নি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande