রাহুল গান্ধী অভিযোগের রাজনীতিকে নিজের অলঙ্কার বানিয়েছেন : অনুরাগ ঠাকুর
নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.): নির্বাচন কমিশন ও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বৃহস্পতিবার উপর্যুপরি অভিযোগ এনেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। পাল্টা রাহুল গান্ধীর বিরুদ্ধে আক্রমণ শানালেন বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। বৃহস
অনুরাগ ঠাকুর


নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.): নির্বাচন কমিশন ও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বৃহস্পতিবার উপর্যুপরি অভিযোগ এনেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। পাল্টা রাহুল গান্ধীর বিরুদ্ধে আক্রমণ শানালেন বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে রাহুলকে আক্রমণ করে অনুরাগ সিং ঠাকুর বলেছেন, একজন নেতা যিনি একের পর এক নির্বাচনে হেরে যান এবং বারবার জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হন, যার নেতৃত্বে কংগ্রেস প্রায় ৯০টি নির্বাচনে হেরেছে। তাঁর হতাশা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং রাহুল গান্ধী অভিযোগের রাজনীতিকে নিজের অলঙ্কার করে তুলেছেন।

অনুরাগ আরও বলেছেন, যখন তাঁকে অভিযোগের সত্যতা যাচাই করতে বলা হয়, তখন তিনি মুখ ফিরিয়ে পালিয়ে যান ; যখন তাঁকে হলফনামা দিতে বলা হয়, তখন তিনি পিছু হটেন। ভিত্তিহীন অভিযোগ করা তাঁর অভ্যাসে পরিণত হয়েছে। ভুল এবং ভিত্তিহীন অভিযোগ করা রাহুলের অভ্যাসে পরিণত হয়েছে। তিনি বারবার মিথ্যা দাবি করেন এবং তারপরে ক্ষমা চান। আজকের সংবাদ সম্মেলনে রাহুল গান্ধীর হাইড্রোজেন বোমা ফেলার কথা ছিল, কিন্তু তাকে একটি স্পার্কলার দিয়ে কাজ করতে হয়েছিল, যাও ভেস্তে গেল।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande